স্মার্ট উদ্যোক্তা বই 20% DISCOUNT

Refund policy

AabazSHOP থেকে প্রডাক্ট ক্রয়ের পর Refund বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন:

Purchase

  • যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনাকে প্রথমে পে করে প্রোডাক্ট নিতে হবে। বিশ্বাস ইস্যু হলে আমাদের কমিউনিটি, ওয়েবসাইট ভালোভাবে চেক করে ঠান্ডা মাথায় চিন্তা করুন। প্রয়োজনে সরাসরি ফোন করেও আপনার কনফিউশন দূর করতে পারেন।
  • সাধারনত আমরা পেমেন্ট করার পর ইনষ্ট্যান্ট প্রোডাক্ট ডেলিভারি করে থাকি , তবে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় দিতে হবে।

Refund Policy

১। ডিজিটাল প্রডাক্ট হওয়ায় ক্রয়ের সাথে সাথে প্রডাক্ট সরবরাহ করা হয় বিধায় যেকোন প্রোডাক্ট ক্রয় বা ডেলিভারির পর রিফান্ড প্রযোজ্য নয়। আবার বলছিঃ~ অর্ডার কনফার্ম কিংবা ডেলিভারি কনফার্ম হওয়ার পর কোন প্রকার রিফান্ড প্রযোজ্য নয়।

২। শুধুমাত্র আমরা কোন প্রোডাক্ট দিতে ব্যর্থ হলে সমপরিমাণ টাকা বা অন্য যে কোন প্রোডাক্ট দিতে বাধ্য থাকিব।

৩। কেবলমাত্র ডেলিভারি দিতে ব্যর্থ হলেই  রিফান্ড প্রযোয্য হবে। কখনো কোন রিফান্ড এপ্রুভ হলেও সেটা সিষ্টেম থেকে প্রসেস হতে ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।